শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারি সময়ে লক্ষ্মীপুরের হতদরিদ্র কর্মজীবি মানুষগুলো এখন কোন কাজ করতে পারছেনা। তাই তাদের পরিবারের সদস্যদের মুখে ১মুঠো ভাত তুলে দিতে ব্যক্তিগত অর্থ দিয়ে খাদ্যসামগ্রী দিতে সহযোগিতা করতে এগিয়ে আসছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষযক সম্পাদক, লক্ষ্মীপুর গ্রীণ ক্যাবল নেটওয়ার্ক, লক্ষ্মীপুর অনলাইন ও হ্যাপী সিনেমা হলের স্বত্তাধীকারী মো: মোজাম্মেল হায়দার মাছ্ম ভূ্ঁইয়া।
লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১০০০ হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি নিজেই। তার এ মহৎ কাজের প্রশংসা করেন পৌরসভার বিভিন্ন স্তরের মানুষজন। তার এ কাজের মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িতে দিবে এই প্রত্যাশা করেন পৌরবাসী।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে আমাদের দেশেও সাধারণ ছুটি জাড়ি করা হয়েছে। এতে বিপাকে পড়েছে দিনমজুর, অসহায় দরিদ্র মানুষ।তাদের আয় রোজগার বন্ধ হওয়ার ফলে তারা অসহায় হয়ে পড়েছে।