শনিবার, ২১ মে ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে অসহায় ও দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে দৈনন্দিন খাদ্যদ্রব্য দিবেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দৈনিক লক্ষ্মীপুর আলো’র সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। ৩০ মার্চ সোমবার এসব খাদ্য উপকরণ বিতরণ করা হবে।
এডভোকেট নয়নের ব্যক্তিগত পক্ষ থেকে এসব খাদ্যদ্রব্যের মধ্যে থাকছে, ৫ কেজি চাউল, ৩কেজি আলু, ২ কেজি মসুর ডাল, সাবান, তৈল ১ কেজি, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। অসহায় দরিদ্র মানুষের মাঝে পর্যায়ক্রমে আরো খাদ্রদ্রব্য বিতরণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারি ও তান্ডবে সারা বিশ্ব এখন স্থবির। বাংলাদেশেও এই ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক সবাইকে বাড়িতে থাকার আহবান করা হয়েছে। আগামী ০৪ এপ্রিল পর্যন্ত সকল বাজার, দোকান, প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। রাস্তায় জরুরী কাজ ছাড়া বের হওয়া যাবেনা। এই অবস্থায় দরিদ্র-অসহায় কর্মজীবি মানুষের কাজ না থাকায় কষ্টে দিনপাত করছে।
ল/আলো-বার্তা বিভাগ