শনিবার, ২৮ মে ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে ৫০পিস ইয়াবাসহ মো: রিয়াজ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে রামগঞ্জ উপজেলার পৌর ১নং ওয়ার্ড এলাকার মৃত বারিক হোসেনের ছেলে।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় এসআই মোশারফ হোসেন ও এএসআই মো: সুলতান মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (০১ মে) রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫০পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: রিয়াজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে ২টি মামলা বিচারাধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।