লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামের ১০ হাজার মানুষের চলার একমাত্র এই সাঁকোটিই ভরসা। প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুলের শত শত ছাত্র-ছাত্রী আসা যাওয়া করে। এতে প্রায়সময় দুর্ঘটনা ঘটে থাকে। অচীরেই সাঁকোর স্থানে ব্রীজ নির্মাণ করে মানুষজনের দুর্ভোগ লাঘবের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামণা করছেন এলাকাবাসী।