মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন
ভারতের বাজারে আইফোন ৮ ও আইফোন ৮ প্লাসের ৬৪ জিবি ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ করলো অ্যাপল। এখন থেকে শুধু আইফোন ৮ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ভারতে পাওয়া যাবে। জানা গেছে, অ্যাপল আর এই দুটি ফোনকে ভারতে আনবে না। ফলে এখন যে সব রিটেল স্টোরে এই দুটি ফোনের স্টক আছে সেখান থেকেই ফোন দুটি কেনা যাবে। তবে স্টক শেষ হলে আর পাওয়া যাবে না।
শিগগিরই ভারতের বাজারে আসছে আইফোন এসই (২০২০)। যা অ্যাপেল এর লেটেস্ট লাইন-আপের সবচেয়ে কম দামের আইফোন।