বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের প্রধান মঙ্গল বাগ নিহত হয়েছেন। এতে তার দুই সহযোগীও নিহত হয়েছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের পূর্বপ্রান্তে অবস্থিত নানগরহর প্রদেশের আচিন জেলার ভান্ডারি এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা বোমা বিস্ফোরণে তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লস্কর-ই-ইসলাম জঙ্গি সংগঠনের প্রধান মঙ্গল বাগ ও তার দুই সহযোগী একটি গাড়িতে করে যাচ্ছিলেন। আচমকা নানগরহর প্রদেশের আচিন জেলার বান্দার ডারা এলাকায় রাস্তার ধারে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। ফলে মঙ্গল বাগসহ তিন জঙ্গি নিহত হন।
মঙ্গল বাগের মৃত্যু নিয়ে এর আগেও গুজব ছড়িয়েছিল। তাই প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি আফগানিস্তানের প্রশাসনিক কর্মকর্তারা। পরে বিষয়টি সত্যি বলে টুইট করে জানান নানগরহর প্রদেশের গর্ভনর জিয়াউলহাক আমারখিল।