মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

এডভোকেট নয়নের সুস্থতার জন্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান দোয়া প্রার্থনা

অনলাইন সম্পাদনা / ৫৬০ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:২০ অপরাহ্ন

করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, করোনা ভাইরাসের সময় লক্ষ্মীপুরের সামনে থেকে মাঠে কাজ করা একজন আদর্শ নেতা, এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন । এই সংবাদে জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুরের সন্তান ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য যে,
গত ২৬ জুন শুক্রবার সন্ধ্যায় সর্দি,কাশি,জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে তিনি ঢাকার আনোয়ার খাঁন মডার্ন হসপিটালে ভর্তি হন । ভর্তি হওয়ার পর প্রথম দিকে কিছুটা সুস্থতা বোধ করলেও আজ (২৯) জুন সোমবার হটাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় ।
এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সবার কাছে দোয়া কামনা করেন । এবং মহান আরশের মালিক আল্লাহর কাছে এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সুস্থতার জন্য প্রার্থনা করেন।

أَسْأَلُ اللهَ العَظيمَ، رَبَّ العَرْشِ العَظِيمِ، أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ : আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আজিমি, আঁইয়্যাশফিয়াক’ অর্থাৎ আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ (মুসনাদে আহমাদ, তিরমজি, আবু দাউদ)। আমিন।