বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ক্যাবের জেলা শাখার সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক পারভীন হালিম শনিবার এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত এ কমিটিতে সাংবাদিক মুছাকালিমুল্লাহকে সভাপতি ও মোখলেছুর রহমান ধনুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ক্যাবের জেলা শাখার সভাপতি হোসাইন আহমেদ হেলাল জানান, সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও কমলনগর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট নতুন ওই কমিটিতে ১৯ জনকে সদস্য করা হয়েছে। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় এ সংগঠনটি কাজ করে যাবে।
সংগঠনের অন্য সদস্যরা হলেন মো. কবির হোসেন পলোয়ান, মো. কামাল হোসেন, মো. মাসুদ রানা, মো. কামরুল হাফেজ, মো. মঞ্জুর এলাহী, মো. হাবিবুর রহমান, মো. কামাল উদ্দিন খোকন, আহমদ উল্যাহ অন্তর, মো. সোহাগ, মো. জহির উদ্দিন, খাদিজা আক্তার ইতি, মরিয়ম বেগম, ফারজানা আক্তার বেবী, কাশেদ হোসেন মঞ্জিল, শামীম আহমদ, আতাউল গনি, মুরাদ হোসেন, নাছির উদ্দিন ও মো. জহির উদ্দিন প্রমুখ।