বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
মুজিবশতবর্ষ উপলক্ষ্যে কমলনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। মঙ্গলবার (৪ মে) কমলনগরের গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ কাজের তদারকি ও মান যাচাই করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) পুদম পুস্প চাকমা প্রমূখ।
উল্লেখ্য, মুজিবশতবর্ষ উপলক্ষ্যে সারা দেশের গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধামন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। পর্যায়ক্রমে আরো ঘর নির্মাণ কাজ চলছে।