মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
বলিউডে “নেপোটিজম” বা স্বজনপ্রীতি নিয়ে বহুদিন ধরেই সোচ্চার অভিনয়শিল্পী কঙ্গনা রানাউত। এমনকী, এর আগে সরাসরি তিনি পরিচালক করণ জোহরকে এই অভিযোগে অভিযুক্তও করেছিলেন। করণ জোহরের টক শো “কফি উইথ করণ”এর সেই অংশ বিশেষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। “কফি উইথ করণ”এর সেই শো’তে কঙ্গনার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক অভিনেতা সাইফ আলি খানও।
করণ জোহরের এক প্রশ্নের উত্তরে কথা প্রসঙ্গে কঙ্গনা বলেন, তার বায়োপিক নির্মিত হলে করণ সেখানে থাকবেন একজন “মুভি মাফিয়া” হিসেবে, যিনি ইন্ডাস্ট্রিতে নবাগতদের কাজ করতে দেন না। করণের সামনে বসেই তিনি বলেন, করণই বলিউডে স্বজনপ্রীতি নীতির অন্যতম ধারক ও বাহক। সম্প্রতি, বলিউডের প্রতিভাময় সদ্যপ্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়েও কারও নাম না করে করণ জোহর ও তার অনুগামীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কঙ্গনা।