বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
জনপ্রিয় মোবাইল অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। একই সাথে ইউসি ব্রাউজার, উইচ্যাটের মতো জনপ্রিয় অ্যাপসহ মোট ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে দেশটি।
সোমবার (২৯ জুন) ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত অ্যাপগুলো “ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক।