প্রকাশের সময়:
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন
ভৈরবনগর গ্রামের দিঘীর মধ্যে পাওয়া গেছে একটি নাগিন গাছ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়ন এর ছোট একটি গ্রাম ভৈরবনগর। গত ২৭ মার্চ দিঘীর মধ্যে মাটি খুরতে গিয়ে গ্রামের দুই ব্যাক্তি উদ্ধার করেছেন। প্রথম ব্যাক্তি মাটি কাটার সময় নাকি তার দা সরে যায় এবং তার দা বাঁকা হয়ে যায় এর পর থেকে তার সারা শরীর ব্যাথা। দ্বিতীয় ব্যাক্তি একই কাজ করেন এবং এটা কি দেখতে তিনি সম্পূর্ণ মাটি খুড়ে এটি উদ্ধার করেন।
অতঃপর গ্রামের মহিলারা এর চিত্রবঙ্গি দেখে জয়দ্ধনি এবং ধান দুব্রা দেয়। প্রথমত গ্রামের লোকেরা এটিকে চরক গাছ হিসেবে আখ্যা দেয়। এর জন্য গত ২৮ মার্চ গ্রামের একটি প্রাক্তন মন্দিরে নিয়ে যাওয়া হয়। ঐ রাতেই মন্দিরের পুরোহিত স্বপ্ন দেখেন যে,”” এটি একটি নাগিন গাছ, এবং তিনি এটাও বলেন যে, এই গাছটিকে যেখানে পাওয়া হইছে ঐ জায়গায় তার নাগ গাছটি আছে। তাকে যেন ঐ জায়গায় রেখে দেওয়া হয় এবং নাগ পূজা যেন করা হয় গ্রামে। এই নাগ-নাগিন ২৫০ বছর পুরোনো এবং আগে এর পূজা করা হতো। এখন আবার তার পূজা যেন করা হয় এই গ্রামে।”” এই কথায় গ্রামের সবাই পরদিনই ঐ দিঘীর মধ্যে এই গাছটিকে রেখে দেয়।
একথা শুনে মন্দিরের কর্তা, সভাপতি, গ্রামের মিলে সিদ্ধান্ত নেয় যে, তারা এই নাগ পূজা করবেন বলেছেন।