মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

রামগঞ্জের আলোচিত ইটভাটা মালিক ডিপজলকে ৬মাসের কারাদন্ড

উপজেলা প্রতিনিধি / ৩০৯ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত মদিনা ব্রীক ফিল্ডের মালিক আমির হোসেন মজুমদার ওরফে ডিপজলকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহাবুবুর রহমান।
বৃহস্পতিবার বিকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মদিনা ব্রীক ফিল্ড মালিক আমির হোসেন ডিপজল সরকারী নিদের্শনা অমান্য করে ভাটা চালু রাখায় ইটভাটাটি ধ্বংস করে দেয় রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
ভ্রাম্যমান আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহাবুবুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩, সংশোধনী ২০১৯ এর ৪/১৪ মতে ভাটা মালিককে ৬ মাসের কারাদ- দেয়া হয়।
এসময় তিনি আরো জানান, সম্প্রতি মদিনা ব্রীক ফিল্ডের চুল্লির দেয়াল ধ্বসে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় উক্ত ইটভাটা সাময়িক বন্ধ রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা। পরবর্তি সময়ে তদন্ত করে উক্ত ভাটা পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভাটা মালিক লোকচক্ষুর আড়ালে ইট পোঁড়ানো অব্যাহত রাখেন।
আজ বৃহস্পতিবার বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহযোগীতায় ভাটাটি গুড়িয়ে দেয়া হয়। ভাটা মালিককে কারাদ- দিয়ে আটক করে রামগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন, রামগঞ্জ থানার এস আই মোঃ ই¯্রাফিলসহ পুলিশ সদস্যরা।
উল্লেখ্য গত ২৩ মে (২০২১ইং) তারিখে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের আমির হোসেন ডিপজলের মালিকানাধীন মেসার্স মদিনা ব্রীকফিল্ডের চুল্লির দেয়াল ধ্বসে কমলনগর উপজেলার বেলাল হোসেন, ফারুক হোসেন নামের দুই ভাইসহ তিন ভাটা শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরো ১০ ভাটা শ্রমিক।
হতাহতের ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা মদিনা ইটভাটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। কিন্তু ভাটা মালিক ইট পোঁড়ানো অব্যাহত রাখায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করে ভাটা মালিক আমির হোসেন ডিপজলকে ৬মাসের কারাদ-াদেশ দেন।