মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে প্রায় ২৩ গুণ ভোট বেশি ভোট পেয়ে ২য় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু।
রোববার (১৪ ফেব্রুয়ারী) ভোট গণনা শেষে ১০ হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্যাহ (নারিকেল গাছ) প্রতীক ৪৫৫ ভোট পেয়েছেন ও বিএনপির প্রার্থী শাহেদ আলী পটু (ধানের শীষ) পেয়েছেন ৩৮৭ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নবনির্বাচিত মেয়র মেজবাহ উদ্দিন মেজু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মো:অলমগীর হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ১৩২, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো: আবদুর রহিম হাত পাখা নিয়ে ১৫২, স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন জগ প্রতীক নিয়ে পেয়েছে ৯ ভোট।
মোট ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ২৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৬০ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ১৬৮ জন। তার মধ্যে বৈধ সংগৃহীত ভোট ১১৬৬৭টি,বাতিল ভোট ১০টি,শতকরা হারে মোট ভোটারের ৬১.৩১ শতাংশ। কাউন্সিলর পদে,১নং ওয়ার্ডে মো: জয়নাল আবেদীন,২নং ওয়ার্ডে তাপস চন্দ্র দাস,৩নং ওয়ার্ডে মো: নিজাম উদ্দিন,৪নং ওয়ার্ডে মো:নুরনবী,৫নং ওয়ার্ডে মো: শাহাদাত হোসেন, ৬নং ওয়ার্ডে মো: নেছার হাওলাদার, ৭নং ওয়ার্ডে মো: দিদার হোসেন খন্দকার, ৮নং ওয়ার্ডে মো: মর্তুজা আল আমিন,৯নং ওয়ার্ডে মো: ফারুকুল ইসলাম বাবুল নির্বাচিত হয়।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে,১,২,৩ নং ওয়ার্ডে গীতা রানী দাস,৪,৫,৬,নং ওয়ার্ডে আকলিমা বেগম,৭,৮,৯,নং ওয়ার্ডে নাছিমা বেগম নির্বাচিত হয়।