মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র যৌথ আয়োজনে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় ঋনের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলার মোট ১২জন ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বুধবার (১১ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, পৌরসভার সাবেক মেয়র ও রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন, লক্ষ্মীপুর বিআরডিবি’র উপ-পরিচালক সাধনা রানী দেবনাথ ও রায়পুর উপজেলা বি আরডিবি’র চেয়ারম্যান মো. সৈয়দুজ্জামান মোল্লা প্রমূখ।