মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

স্টাফ রিপোর্টার / ৪৫২ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এসময় ফিতা কেটে শহীদ মিনারের নাম ফলক উম্মোচন ও দোয়া করা করা হয়।

সোমবার (২৩ আগস্ট) উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের দক্ষিন চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে যুবলীগ নেতা তারেক আজিজ জনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, শহীদ মিনারটি বাস্তবায়নকারী ও উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে, ইউপি চেয়ারম্যান সফিক পাঠান প্রমূখ।

এসময় সংসদ সদস্য এডভোকেট নয়ন অত্যাধুনিক ভাবে সুসজ্জিত শহীদ মিনারটির ভূয়ষী প্রশংসা করেন এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এরকম শহীদ মিনার স্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করেন।