বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

লক্ষ্মীপুরে বিজ্ঞানী প্রফেসর ড. আলী আসগর প্রয়াণে স্মরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ৫৯২ পড়া হয়েছে:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত বিজ্ঞানী ডক্টর আলী আসগর স্মরণে এক স্মরণ অনুষ্ঠান গতকাল শনিবার (২৪ জুলাই) লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত স্মরণ অনুষ্ঠানের শুরুতে সভায় আগত ব্যক্তিবর্গ কালোব্যাজ ধারণ করেন।

প্রয়াত বিজ্ঞানী ডক্টর আলী আসগরের প্রতিকৃতিতে খেলাঘর, লক্ষ্মীপুর জেলা কমিটি; রায়পুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সবুজসেনা খেলাঘর আসর এবং লক্ষ্মীপুর সদরের হিজলবিথী খেলাঘর আসর ও শালিকমেলা খেলাঘর আসর পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ ও মোমবাতি প্রজ্বলনের পর এক শোকসভা অনুষ্ঠিত হয়। পরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে খেলাঘর, লক্ষ্মীপুর জেলা কমিটি আয়োজিত এক শোকসভায় সংগঠনের আহবায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্ব করেন। শোকসভায় নাট্য ব্যক্তিত্ব শহীদ উল্যাহ খন্দকার, লক্ষ্মীপুর জেলা রবীন্দ্র সংগীত সম্মেলনী পরিষদের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম তপন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দেবনাথ, নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাগর, সাংবাদিক ও খেলাঘর যুগ্ম আহবায়ক শংকর মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ রহিম প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। স্মরণ অনুষ্ঠানে খেলাঘর, লক্ষ্মীপুর জেলা কমিটি, রায়পুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সবুজসেনা খেলাঘর আসর এবং লক্ষ্মীপুর সদরের হিজলবিথী খেলাঘর আসর ও শালিকমেলা খেলাঘর আসরের নেতৃবৃন্দ এবং সদস্যগণ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email