মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

লক্ষ্মীপুরে বিভিন্ন ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দিলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

স্টাফ রিপোর্টার / ৩৫২ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর-২ আসনের সদর উপজেলার ৯টি ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উপহার দিয়েছেন লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব প্রতিকৃতি বিতরণ করেন। ব্যক্তিগত পক্ষ থেকে এসব প্রতিকৃতি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে পুস্পস্তবক অর্পন ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ী ভাবে স্থাপন করার জন্য দেওয়া হয়।
এসময় সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যা বিপ্লব। এসময় ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি নয়ন রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিতরণ করেন।