মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২০ অপরাহ্ন
সংগ্রাম অর্জণে গৌরবময় পথচলায় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ১৮ বছরে পদার্পন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শনিবার (২২ মে) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফয়সালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর-২ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, তাঁতী লীগের কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা শ্রমিকলীগ নেতা আলম মুহুরী প্রমূখ।
সভায় বক্তারা আওয়ামী মৎসজীবী লীগের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোকপাত করেন।