মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:২২ অপরাহ্ন
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ ইং অর্থ বছরে নির্বাচিত উপকারভোগী মহিলাদের নিয়ে হেলথ ক্যাম্প উদ্বোধনী ও উপকরণ বিতরনী ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
অতিথিবৃন্দ হেলথ ক্যাম্প উদ্বোধন শেষে উপস্থিত সুফলভোগী মহিলাদের মাঝে বিনামূল্যে সাবান, স্যালাইন বিতরন করেন।
আয়োজকরা জানান মোট জেলায় ১২ শত সুফলভোগী মহিলাদের নিয়ে মঙ্গল-বৃহস্পতিবার ৩ দিন মেডিকেল ক্যাম্প ২ জন মেডিকেল অফিসারের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা ও উপকরণ বিতরন কর্মসূচি পালন করা হবে।