মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে এ আয়োজন করা হয়। এতে সাহিত্য সংসদের সভাপতি ডা: মো.সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক খন্দকার ইউসুফ হোসেন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল, সাহিত্য সংসদ এর সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল বাসার, মোশাররফ হোসেন চৌধুরী ও ভিপি বেলায়েত, যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান, আনিস আহমেদ, সাংবাদিক ফারুক হোসেন শিহাব প্রমুখ।
কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি রওশন আরা রুবী, ফখরুল ইসলাম, মো: আফছার রুবেল আহম্মেদ, ইসমাইল জবি উল্লাহ ও শাফায়েত আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদ জেলা সভাপতি কবি এস এম জাহাঙ্গীর, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাহবুবুর রশীদ চৌধুরী, সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব নূর মোহাম্মদ, সাহিত্য সংসদ এর রায়পুর উপজেলা শাখা সভাপতি শিবু প্রসাদ রায়, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সাহিত্য সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন রাজু, নির্বাহী সদস্য রেজাউল হক রানা, লিয়াকত আলী মাস্টার ও কবি শাহাদাত সোহেল নীল, হারুন অর রশীদ, নজরুল ইসলাম রূপক, আলমে রৌশন, আমজাদ হোসেন ও নোমান সিদ্দিকী প্রমুখ। সভায় সবার মাঝে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়।