মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন
লক্ষ্মীপুরে লতিকা নৃত্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রামগতি রোডস্থ প্রতিষ্ঠানটি কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক ছিলেন, লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, লতিকা নৃত্যালয় এর সভাপতি পলি দাস, সাধারণ সম্পাদক শুভ দাস, শিল্পকলার প্রশিক্ষক আব্দুল লতিফ শাকিল সহ অসংখ্য অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আজাদ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে সকলে মিলে একত্রে ফুলের শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী এ প্রশিক্ষণ চলবে শনিবার পর্যন্ত। প্রশিক্ষণ প্রদান করবেন শ্রীমঙ্গল থেকে আসা দিপ দত্ত আকাশ।