বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

সংসদে দাঁড়িয়েও বিয়ে নিয়ে মিথ্যা বলেছেন নুসরাত, ভাইরাল ভিডিও

অনলাইন সম্পাদনা / ৩৯৬ পড়া হয়েছে:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

নিখিল জৈনের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন এমনটাই ভাবা হতো কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে। সর্বশেষ দুর্গাপুজায়ও তারা নাচ গানে মাতিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই দৃশ্যগুলো বদলে গেল। সেই দাম্পত্যের গল্প এখন হাসির খোরাকে পরিণত হয়েছে।

কারণ নুসরাত জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মতো চলাফেরা করলেও নিখিলকে এখনো বিয়ে করেননি তিনি। তাই সম্পর্ক খারাপ হওয়ায় ডিভোর্স নিয়ে যে আলোচনা চলছে সেটা ভিত্তিহীন। বিয়ে না হলে ডিভোর্সের প্রশ্নই আসে না।

নুসরাতের এমন দাবির পর বেশ হইচই শুরু হয়েছে শোবিজে। প্রশ্ন উঠছে মাথায় সিঁদুর, হাতে শাখা দিয়ে প্রকাশ হওয়া স্বামী-স্ত্রীর ছবিগুলো নিয়ে। প্রশ্ন উঠছে তুরস্কে এলাহি ‘বিয়ে’, কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের পরও তিনি কেমন করে বিয়ে হয়নি দাবি করেন তা নিয়ে।

কঠিন এক প্রশ্ন ছুড়ে দিলেন নুসরাতকে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির নেতা অমিত মালব্য। তিনি বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাতের একটি ভিডিও শেয়ার করেছেন টুইটারে। যেখানে দেখা যাচ্ছে নিখিলের নামাঙ্কিত চূড়া, সিঁদুর পরে রয়েছেন নুসরাত।

সংসদে দাঁড়িয়ে এমপি হিসেবে শপথ নেয়ার সময় নিজের নাম বলতে গিয়ে বলেন নুসরাত জাহান রুহি জৈন। অর্থাৎ নিখিল জৈনের বংশের পদবি ব্যবহার করে নিজের পরিচয় দিয়েছেন তিনি। ভিডিওটি ভাইরাল করেছেন নেটিজেনরা।

ভিডিওটি শেয়ার দিয়ে অমিত লেখেন, ‘বিয়ে করেছেন নাকি লিভ ইন করতেন নুসরাত, সেটা ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে কেউ আলোচনা করতে রাজি নয়। তবে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। সংসদে তিনি নিজেকে নিখিল জৈনের বিবাহিতা স্ত্রী বলে দাবি করেন। তবে কি তিনি সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলেছেন?’

এমন প্রশ্ন তুলে খোঁচা দিলেও মুখ খুলেননি নুসরাত। অমিতকে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি এটাকে নুসরাতের ব্যক্তিগত বিষয় বলে দাবি করেন।

এদিকে বিয়ে না হলে এখনো লোকসভার ওয়েবসাইটে কেন নিখিলের নাম নুসরাতের স্বামী হিসেবে জ্বলজ্বল করছে, সেই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা খোঁচা দিতে ছাড়ছেন না নুসরাতকে।

অনেকেই আবার নিখিলের বস্ত্র বিপণির জামাইষষ্ঠীর পুরোনো বিজ্ঞাপন শেয়ার করে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদকে।