মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি

অনলাইন সম্পাদনা / ৭৯৭৫ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

যদি রেকর্ড করে শোনাতে পারতাম

‘ফারহানা আক্তার দৃষ্টি’

আমি শুনিয়াছি ওনার কন্ঠ নি:সৃত ধ্বনি-খইয়ের মতো ফুটিছে
সাত সকালের স্ফুটে।
দেখিয়াছি সেই কক্ষে অঙ্গ ভঙ্গিমায় নানা রঙ্গের প্রাণের স্রোত
ওনার সুমধুর কন্ঠ- বুলিতে মাখানো হৃদয় গহীনের মায়া।
কথা আমি শুনিয়াছি, শুনেছি কথায় জড়ানো স্বাধীন প্রাণের উচ্ছ্বাস
সবিনয়ে ওনার ক্ষমাপ্রার্থী যেন সকলকে ভুলিয়ে দেয় হাজারো ব্যাথাবেদনা।
প্রশংসায় পঞ্চমুখ যেন কুঁড়ে ঘরে থেকে ও কাউকে পাঁচতলায় উঠার স্বপ্ন দেখাবে
যদি রেকর্ড করে শোনাতে পারতাম
জানি উনি পাবেন ও বটে…চলতে থাকে-নিজের গতিতে।
শুধু কথাও নয়, প্রশংসাও নয়- আমি বলেছি আমার এক অনুভূতি থেকে
আমি বিশ্বাস করি উনি আমাদের জীবনের অনুপ্রেরণা।
জীবন চলেছে সৌন্দর্যের নীল স্বপ্ন বুকে ক’রে-
কিন্তু উনি জাগিয়ে দেয় সকলের ভিতরে ঘুমিয়ে থাকা সেই আমিকে।
সকাল সাঝেঁ কত কথা কয়, যেন সুরেলা পাখি কোকিলের মতো কুহু কুহু করে,
ওনার মুখ থেকে নি:সৃত শব্দ ফুরিয়ে যায়, তবে শানিত আওয়াজ কানে কানে
বেজে যায় বহুক্ষন- যদি রেকর্ড করে শোনাতে পারতাম
তবু যতই আমি প্রশংসা কর, আমার মনে হয় যেন কমই হয়ে গেছে।
মাঝে মাঝে আমার মনে হয় যেন আমি অচেনা শহরের মধ্যে তলিয়ে যাই,
তবে ওনার মনোমুগ্ধকর বাক্য শুনে যেন মনের সব ক্লান্তি কেটে যায়।
ভাই যেমন বোনের মাথায় ছাতা ধরে ঠিক তেমনি-
যদি রেকর্ড করে শোনাতে পারতাম, তবু ঘুম ভাঙ্গিবার নয়।
কটু-কুৎসিত ভেবে বসে থাকে সারাক্ষন, যেন নিজেকে খুবই নিৎকৃষ্ট ভাবে
রাত না হলে যেমন দিনের সৌন্দর্য উপলব্ধি করা যাবে না,
তেমনি ওনার কন্ঠ নি:সৃত ধ্বনি না শুনে কখনো ছাত্রদের উন্নতি সম্ভব হবে।
বুঝ বুদ্ধি যেমন আছে-
তেমনি আছে বুজানোর প্রখর দক্ষতা।
কন্ঠ যেমন সুন্দর, বাক্য তেমন অন্তরতর মম থেকে-
আমি যেন ভাষা খুঁজে পাচ্ছি না
যদি রেকর্ড করে শোনাতে পারতাম
যদি রেকর্ড করে শোনাতে পারতাম
যদি রেকর্ড করে শোনাতে পারতাম

০৩.০১.২০২২

Print Friendly, PDF & Email